বেনাপোলে ভারতীয় গাঁজাসহ হাফিজুর আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রাম থেকে ১.৫ কেজি ভারতীয় গাঁজা সহ মো. হাফিজুর রহমান (২৪) নামে একজনকে আটক করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ একজনকে হাতেনাতে আটক করেন। আটক হাফিজুর রহমান ভবারবেড় গ্রামের মাহবুব শেখের ছেলে।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান উদ্ধার মাদকসহ আসামীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
Comments are Closed