মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুনের অভিযোগ

শার্শা প্রতিনিধি:
শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট খুনের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) আনুমানিক রাত ১১টার দিকে শার্শা উপজেলা জিরানগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন (৩০) জিরানগাছা গ্রামের মৃত কাশেম আলির ছেলে।

জসিমের প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, নিহত জসিম ভালো লোক ছিলো। সে ঐ গ্রামে কৃষি কাজ করতেন।

দীর্ঘদিন ধরে বড় ভাই রউফ বিদেশে থাকতো। বাড়ি আসার পর জসিম বড় ভায়ের সাথে একই বাড়িতে বসবাস করতেন। ছোট ভাই জসিম বড় ভাইয়ের কাছ থেকে জমির ভাগ চাইলে এক পর্যায় ঝগড়া-বিবাদ ঘটে দুই ভাইয়ের সাথে।

এদিকে বড় ভাই আব্দুল রউফ এর সাথে পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো বলে জানা যায়।

শুক্রবার রাতে আব্দুর রউফ এবং তার স্ত্রী লিপি কে সাথে নিয়ে মধ্যরাতে ছোট ভাই জসিমের ঘরে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করলে
এক পর্যায়ে জসিম মৃত্যুবরণ করেন।

সকালবেলা বিষয়টি জানাজানি হলে তারা বলে বাথরুমে যাওয়ার সময় পড়ে মৃত্যুবরণ করেছে বলে প্রচার করতে থাকে।

নিহত জসিম এর নাকে, মুখে, এবং গলাই অনেকগুলা নোখের আচরের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বড় ভাই রউফ বলেন গত রাত্রে দোকান থেকে বাড়ি এসে প্রসাব করার জন্য সে বাইরে গেলে সেখানে বাঁশের কঞ্চি উপরে পড়ে যায়। সেখান থেকে নাকে,মুখে এবং গলাই দাগ হয়।

বিষয়টি গ্রাম সূত্রে জানতে চাইলে গ্রামবাসী বলেন, কয়েকদিন যাবত দুই ভায়ের ভিতরে জমিজমা নিয়ে মনোমালিন্য চলছিলো।

সেই সুবাদে বড় ভাই এবং তার স্ত্রী মিলে জসিম কে হত্যা করেছে বলে একাধিক প্রমাণ রয়েছে ।

জিরান গ্রামের ইউপি সদস্য কে এম হাসান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন যাবত দুই ভাই এর ভিতর ঝগড়া বিবাদের ঘটনা ঘটে আসছিলো।

মৃত জসিম আমার কাছে অভিযোগ টি জানায়। আমিও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে শনিবারে এক জায়গায় বসে মীমাংসা করার কথা দিয়েছিলাম।

কিন্তু সেটা আর হলো না।অবশেষে শনিবার সকাল হলে শুনতে পাই জসিম মৃত্যু বরণ করেছে।

ঘটনাটি থানা অব্দি গড়ালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শার্শা থানার ওসি তদন্ত ও নাভারণ সার্কেল এসপি মহোদয়।

এ বিষয়ে জানতে চাইলে নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে কোন কিছু বলা যাচ্ছে না তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে আপনাদেরকে জানাবো।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: