শার্শায় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
বাগআঁচড়া প্রতিনিধি: শার্শা উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবীর বকুলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমন অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ জুলাই) জিডি দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি বদরুল আলম।
জিডি সূত্রে জানা গেছে, কোভিট -১৯ ভাইরাস বিস্তারের কারনে সরকারি নির্দেশে বাগআচঁড়া সাতমাইল গরুর হাট নোটিশের মাধ্যমে বন্ধ করা হয়। গত ১০ জুলাই বেলা দেড়টার দিকে উপজেলা প্রশাসন উক্ত পশুর হাটে পৌছায়। হাটের পাসে গরুর খাটাল এবং আম বাগানে গরু রাখায় প্রশাসন নিষেধ করে। খাটাল পক্ষের লোক উপস্থিত প্রশাসনের সামনে আমার অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করে। রাজনৈতিক অপশক্তি বিভিন্ন ভাবে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমার রাজনৈতিককর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্রেও লিপ্ত হচ্ছে চক্রটি।
Comments are Closed