শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কদরের রাতে আল আকসায় নামাজ পড়েছেন আড়াই লাখ মানুষ!

পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায়ে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ঢল নামে বুধবার (২৭ এপ্রিল)।

জিউস নিউজ সিন্ডিকেটের খবর বলছে, ই”সরায়েল-ফি”লিস্তিন চলমান উ”ত্তেজনার মাঝেও প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেন জামাতে।

তবে কোনো সংঘাতের ঘটনা হয়নি এদিন। আগে থেকেই স”তর্কাবস্থায় ছিল ই”সরায়েল।

নিরাপত্তার জন্য তারা বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করে। বিশাল এ মসজিদে প্রায় ৩ লাখ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে।

চলতি রমজানে পবিত্র মসজিদটির প্রাঙ্গণে একাধিকবার আগ্রাসন চালায় ইসরায়েল। গত ১৫ এপ্রিল জুমার নামাজের পর মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর ভ”য়াবহ হা”মলা চালায় ই”হুদি সেনারা।

আহত হন দেড় শতাধিক মানুষ। আটক করা হয় ৪ শতাধিক ফি”লিস্তিনিকে।

মঙ্গলবার জাতিসংঘের জরুরি বৈঠকে আল আকসার সহিংসতা প্রসঙ্গ তুলে ধরেন ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি। অভিযোগ করেন, পবিত্র মসজিদ দখলের পায়তারা করছে ই”সরায়েল।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: