শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আম্পানের দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় বর্ষা মৌসুমের আগেই উপকূলের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের দাবি

আম্পানের দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় বর্ষা মৌসুমের আগেই উপকূলের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের দাবি

সাতক্ষীরা সংবাদদাতা।। ঘূর্ণিঝড় আম্পানের দুই বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার (২০ মে) বিকেল ৫টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়। নাগরিক সংগঠন ‘বাঁচাও উপকূল’ এর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান অলহাজ্ব মোঃ আবু দাউদ ঢালীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাও. মাসুম বিল্লাহ,
প্রভাষক মাও. শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান নূরী আযম সিদ্দিকী প্রমুখ।

সভায় বক্তারা ২০২০ সালের ২০ মে সাতক্ষীরা উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানের স্মৃতি চারণ করে বলেন, ৮ থেকে কোথাও কোথাও ২৮ ঘণ্টা পর্যন্ত তান্ডব চালানো এ ঝড়ে পানি উন্নয়ন বোর্ডেও বেড়িবাঁধ ভেঙে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া, শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, গাবুর ও বুড়িগোয়ালিনী ইউনিয়নসহ উপকূলের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। উপকূলের হাজারো পরিবার প্রলয়ঙ্কারী সেই ঝড়ের ক্ষত আজো বয়ে বেড়াচ্ছে। আম্পানের আঘাতের সেই সীমাহীন ক্ষতি আজও কাটিয়ে উঠতে পারেনি প্রতাপনগরের মানুষ। আম্পানে বিধ্বস্ত এ জনপদে এখনো চলছে অন্ন, বস্ত্র, বাসস্থান ও সুপেয় পানির তীব্র হাহাকার। গ্রহহারা
অনেক পরিবার এখনো বেড়িবাঁের উপর বসবাস করছে। বক্তারা নাজুক ও সংস্কারের অপেক্ষায় থাকা সাতক্ষীরা পান্ধিসঢ়; উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগ-২ এর আওতাধীন বিভিন্ন পয়েন্টের বেড়িবাঁধ এখনো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে দ্রুত এসব বেড়িবাঁধ মাটি দিয়ে উঁচু করার দাবি জানানোর পাশাপাশি সাতক্ষীরা জেলাকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা, প্রযুক্তি নির্ভর স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জাননো হয়। একই সাথে, লবণাক্ততা হ্রাসে কার্যকরী পদক্ষেপ

গ্রহণ, মরুভূমিতে রূপ নেয়া উপকূলে বনায়ন ও সবুজায়ন করতে দীর্ঘমেয়াদী রূপরেখা গ্রহণ, নিয়মিত খননের মাধ্যমে নদী শাসন করা,
দুর্যোগের কারণে সৃষ্ট অভিবাসন সংকট ঠেকাতে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় উপজেলাগুলো নিয়ে
আলাদা অর্থনৈতিক জোন ঘোষণা ও উৎপাদনমূখী কলকারখানা স্থাপন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর জবাবদিহিতার
আওতায় আনার জোর দাবি উত্থাপন করা হয়। বাঁচাও উপকূল এর অন্যতম সমন্বয়ক মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় এবং বাঁচাও উপকূল এর অন্যতম সমন্বয়ক সাংবাদিক আবু ছালেহ ও সাইদুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য সোহরাব হোসেন, আব্দুস সবুর, যুবলীগ নেতা তৌষিকে কাইফু, মাস্টার আলমগীর হোসেন, আতিয়ার রহমানসহ ভাঙ্গন কবলিত এলাকার ভুক্তভোগী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: