বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

‘কালিমায়ে শাহাদাত পাঠ করে মনে হলো মাত্রই জন্মগ্রহণ করলাম’

ব্রাজিলের বিমান বাহিনীর কর্মকর্তা জন লুক ডি কিয়ারা। ক্যাথলিক খ্রিস্টান ছিলেন তিনি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। শুধু তাই নয়; এখন সবাইকে শ্বাশত এ শান্তির ধর্ম গ্রহণের আহ্বানও জানান তিনি।

নিজের ইসলাম গ্রহণের ব্যাপারে জন লুক ডি জানান, তিনি ব্রাজিলের সর্ববৃহৎ শহর সাও পাওলোতে থাকতেন। এ সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধে জীবন ও অনন্য ব্যক্তিত্ব তাকে দারুণভাবে আকৃষ্ট করে। মানুষের সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওঠাবসা, তাঁর শিক্ষা ও উত্তম চরিত্রে তিনি মুগ্ধ হন। তারপর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন জন লুক।

জন লুক ডি কিয়ারা আরো জানান, অনুরূপভাবে আল্লাহর বাণী পবিত্র কোরআনও তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলে। তিনি মনে করেন-প্রতিটি মানুষের জন্যই তাতে উপদেশ রয়েছে।

তিনি বলেন, কোরআনের মধ্যে আদর্শিক সুখী জীবনের সন্ধান পেয়েছি। আমি এখনো অনুভব করি- যেদিন আমি কালিমায়ে শাহাদাত পাঠ করেছিলাম, সেই দিনটি আমার কাছে মনে হয়েছিল-আমি হয়তো মাত্রই জন্মগ্রহণ করলাম।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: