শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

খরচ কমাতে উইন্ডিজ সফর থেকেই খেলোয়াড়-স্টাফ কম পাঠাবে বিসিবি

এবার মিতব্যয়ী হওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে বিদেশ সফরে সদস্য সংখ্যা কমাতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

আজ বৃহস্পতিবার ২ জুন বিসিবির পরিচালন পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ সময় পাপন বলেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। অনেক কিছুর খরচ বেড়েছে। উদাহরণস্বরূপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১

লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার, সেটি এখন কমপক্ষে ৪০০ থেকে ৫০০ ডলার করে লাগছে এবার মিতব্যয়ী হওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশেষ করে বিদেশ সফরে সদস্য সংখ্যা কমাতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আজ বৃহস্পতিবার ২ জুন বিসিবির পরিচালন পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ সময় পাপন বলেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। অনেক কিছুর খরচ বেড়েছে। উদাহরণস্বরূপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১

লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার, সেটি এখন কমপক্ষে ৪০০ থেকে ৫০০ ডলার করে লাগছে তিনি আরও বলেন, ‘এতো বেশি করে দেয়ার পরেও পাওয়া যাচ্ছে না।

তো খরচ একটা বড় ইস্যু। সেজন্য আজকের সভায় আমরা বলেছি এই খরচ কমিয়ে আনতে হবে। এতদিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে

সতর্কতাস্বরূপ অনেক বাড়তি খেলোয়াড়-স্টাফ পাঠিয়েছি
তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানেও যাদেরকে না পাঠালেও চলে…

এরকম কিছু হয়তো বাদ যাবে। তার মানে আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমতেও পারে। তবে এটি চূড়ান্ত নয়



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: