শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরে প্রকাশ্য দিবালোকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩জুন) সন্ধ্যা ৬টার দিকে প্রতাপনগর মাদাবাড়িয়া ঝাপালি খেয়াঘাটের কাছে এ ঘটনা ঘটে। মোটর সাইকেল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে গাড়ীর মালিক ও চালক প্রতাপনগর গ্রামের জহিরুল ইসলাম গাজী ওরফে খোকন গাজীর ছেলে রোকন গাজী (৩২)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের শাহাদাৎ গাজীর ছেলে রফিকুল গাজী (৩৫) ও একই গ্রামের মৃত ইছা গাজীর ছেলে সবুর গাজী (৩০) সহ কাশিমাড়ী এলাকার অন্যান্য আরও ৫/৭ মিলে এই ঘটনা ঘটায় বলে জানায় গাড়ীর মালিক রোকন গাজী সহ স্থানীয়রা।ঘটনার বিবরনে জানা যায়, বিগত কার্ত্তিক মাসের দিকে রোকন ঢাকার কালিগঞ্জের একটি ভাটায় কাজ করতে যায়। সে সময় ঐ ভাটার দুই সর্দার কাশিমাড়ী গ্রামের রফিকুল গাজী ও সবুর গাজী ভাটার কাজে সহযোগিতা করার জন্য রোকনকে একটি লোক ঠিক করে দিতে বলে। পরে রোকন আশাশুনির প্রতাপনগর ইাউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের মফিজুল ইসলাম (৩০) কে ঠিক করে দেয়। মফিজুল কাজের অগ্রিম হিসেবে সর্দারের কাছ থেকে ২৩ হাজার টাকা নেয়। মাস খানেক কাজ করার পর মফিজুল সেখান থেকে পালিয়ে গেলে ভাটার ঐ দুই সর্দার রোকনকে টাকা পরিশোধের জন্য বলে। রোকন বলে আমি কেন টাকা দেব ? বরং আমি মফিজুলকে খুঁজে পেলে আপনাদেও জানাবো। কিন্তু রোকন তাকে আজও খুঁজে পায়নি। এরই জেরে শুক্রবার সন্ধ্যার দিকে ভাড়ায় লোক নিয়ে এসে নামিয়ে দেয়ার কিছুক্ষনের মধ্যেই ভাটা সর্দার রফিকুল ও সবুরের নের্তৃত্বে আরও ৫/৭ জন জোর পূর্বক তার কাছ থেকে তার ভাড়ায় চালিত একটি ১০০ সিসি হিরো হোন্ডা গাড়ী ছিনিয়ে নিয়ে যায় বলে জানায় ভূক্তভোগী রোকন সহ স্থঅনীয়রা। খেয়া মাঝি খোকন তরফদার, অফে ঢালী, আমিনুর গাজী সহ আরও কয়েকজন ঘটনা প্রত্যক্ষ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: