শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কলারোয়ায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশ নেন জনশুমারি সুপারভাইজার ও গননাকারীগণ।
উপজেলার বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজ, আলিয়া মাদ্রাসা, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও কুশোডাঙ্গাতে উপস্থিত জনশুমারি সুপারভাইজার ও গণনাকারীগণকে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক ও জোনাল অফিসারবৃন্দ।
প্রথম ব্যাচের প্রশিক্ষণ ৪ থেকে ৭ জুন পৃথক ভ্যেনুতে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজে চুড়ান্ত তথ্য সংগ্রহ কাজ উপলক্ষে কলারোয়া উপজেলার ১নং জোনের সুপারভাইজার ও গননাকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, জোনাল অফিসার দীপা রানী বিশ্বাস প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: