শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পি কে হালদারকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) দেশে ফিরিয়ে আনতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতে গ্রেফতারের খবর পাওয়ার পরপরই বাংলাদেশের পক্ষ থেকে পি কে হালদারকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবে পি কে হালদারের বিরুদ্ধে করা মামলার নথি সংশ্লিষ্ট দপ্তর থেকে নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরে সেসব নথিসহ তাকে ফেরত পাঠানোর প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতি-উত্তরের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার বলেন, ‘তাকে (পি কে হালদার) ফেরত আনার জন্য ভারতে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি তাকে ফেরত পাওয়া যাবে। ’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভারতের সাথে বাংলাদেশের মধ্যে চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়। একই আইনের আওতায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ফেরত পাঠায় বাংলাদেশ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: