শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আশাশুনি আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

আশাশুনি ( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি আলিয়া মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে শনিবার (১১ জুন) সকালে মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, আনিছুর রহমান, প্রাক্তন শিক্ষক শাহজাহান আলি, প্রাক্তন শিক্ষক আকব্দুল মজিদ, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলি। শিক্ষক সিরাজুল ইসলাম ও মোস্তাহিদুর রহমানের পরিচালানায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে হাচিন মহিদ, সাইদুর রহমান ও রহিমা জান্নাত বক্তব্য রাখে। বিদায়ী বাণী পাঠ করে পরীক্ষার্থী তানিয়া খাতুন। অনুষ্ঠানের শুরুতে পরীক্ষার্থীদেরকে রজনীগন্ধা স্টিক ও বিভিন্ন পরীক্ষা উপকরণ প্রদান করেন, সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু। সবশেষে পরীক্ষার্থীদের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রাক্তন শিক্ষক শাহজাহান আলী। উল্লেখ্য এ বছর মাদ্রাসা থেকে ৫৯ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: