শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভিশন ২০৪১ অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে —————— সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ভিশন ২০৪১ অর্জনের লক্ষ্য নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উদ্যোগকে এগিয়ে নিয়ে লক্ষ্য অর্জন করতে হবে। নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুধা ও অনন্য বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মানুষের সামাজিক নিরাপত্তা এর বিষয়কে অগ্রাধিকার দিয়ে দেশ প্রচালিত হচ্ছে। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন প্রকল্প- ২ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়া, শিশুর মানসিক বিকাশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা সহ বিনিয়োগ বৃদ্ধির জনগুরুত্বপূর্ণ ১০টি উদ্যোগে দেশ আজ উন্নয়নশীল মর্যাদায় আস্থা অর্জন করেছে। প্রধানমন্ত্রীর এই সকল কর্মসূচি এগিয়ে নিয়ে ভিশন ২০৪১ অর্জনে সবাইকে সম্মিলিত প্রয়াস নিয়ে একযোগে কাজ করে যেতে হবে। সে লক্ষ্য নিয়ে সবার প্রতি কাজ করার আহ্বান জানাচ্ছি।

জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনীয় উদ্যোগ নিয়ে সোমবার (১৩ জুন) উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সকাল ১০টা হতে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা এর জেলা প্রশাসক হুমায়ুন কবীর এ কথাগুলো বলেন। দিনব্যাপী কর্মশালায় উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার ভূমি রোকনুজ্জামান বাপ্পি এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হালিমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরি ম আলী মুন্সী প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় দশটি দলে বিন্যাস ঘটিয়ে বিষয়বস্তু উপস্থাপনা ও পর্যালোচনা এর মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: