শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮১ লাখ ২ হাজার ৬৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। কোম্পানিটি ১৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মা লিমিটেড।কোম্পানিটি ১৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সোমবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, বিডিথাই ফুড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, কেডিএস অ্যাক্সেসরিজ, লাফার্জহোলসিম, এম.এল ডাইং, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, আরডি ফুড, রিজেন্ট টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সোনালী পেপার, স্কয়ার ফার্মা,স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: