শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

যশোরের শার্শা সীমান্তে ১০ পিচ স্বর্ণের বারসহ গ্রেফতার-১

যশোরের শার্শা সীমান্তে ১০ পিচ স্বর্ণের বারসহ গ্রেফতার-১

মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):শার্শা উপজেলার কায়বা ইউনিয়নাধীন সীমান্ত থেকে ১.১০৮ কেজি ওজনের ১০ পিচ স্বর্ণের বারসহ হাসানুজ্জামান (২২) নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার(২রা আগস্ট) সকাল ১০ টার দিকে মোটরসাইকেল সহ চোরাকারবারিকে কায়বা থেকে আটক করা হয়। আটককৃত আসামী হাসানুজ্জামান পুটখালী গ্রামের মাহবুবুর রহমান’র ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন বালুন্ডা হতে জামতলা সড়কে অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ হাসানুজ্জামানকে আটক করা হয়। স্বর্ণের বারগুলো আসামীর কোমরে নীল রং এর অভিনব কায়দায় তৈরিকৃত ব্যাগের মধ্যে বাঁধা অবস্থায় ছিল। খুলনা-২১ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, স্বর্ণ চোরাচালান রোধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বর্ণ চোরাচালান রোধে বিজিবি পোস্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর জন্যই একের পর এক স্বর্ণের চালান সীমান্ত থেকে আটক করা সম্ভব হচ্ছে। আর এই অভিজান অব্যাহত থাকবে। আটককৃত স্বর্ণের বার এবং ০১টি মোটরসাইকেল এর আনুমানিক বাজারমূল্য- ৮৪লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা। আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: