শনিবার, এপ্রিল ২০, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

শিশুদের জন্য আলাদা অধিদফতর করা হবে : আইনমন্ত্রী

জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যত দ্রুত সম্ভব শিশুদের জন্য আলাদা অধিদফতর করার প্রতিশ্রুতি দিলেন আইনমন্ত্রী আনিসুল হক। ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশু সুরক্ষা আইন সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ওই অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিশুদের উন্নয়নের আইনে যে সব পরিবর্তন দরকার তা করতে বাস্তবমুখী সব পদক্ষেপ নেবে সরকার। শিশুর অধিকার সুরক্ষায় অবকাঠামো তৈরির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দেশ গড়ার প্রচেষ্টা চালানো হয় শিশুদের জন্যই যাতে তারা সুনাগরিক হয়ে ওঠে।

এসময় বাল্যবিবাহ রোধে সমাজকে সাথে নিয়ে কাজ করার আহ্বানও জানান আইনমন্ত্রী। বাল্যবিবাহ করাতে যদি কাজিরা রাজি না হন তাহলে শিশুর মা-বাবাও সচেতন হবে বলে মনে করেন তিনি।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: