বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

যশোর সীমান্তে ১০ টি স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ টি (১ কেজি ১৬৫ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৩) নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক রত্না পোর্ট থানার পুটখালী গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে, বিজিবির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে রত্নাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০ টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৮২ লাখ টাকা। এবং আটক নারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: