কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে তিনদিন ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

রবিবার সকাল দশটায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনার তিনদিন ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ (বালক) ক্যাম্পের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বি,সি,বি’র খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, বি,সি,বি’র সাতক্ষীরা জেলা কোচ মোফাচ্ছেনুল ইসলাম তপু, ফারুক হোসেন স্বপন, কলারোয়া ক্রিকেট একাডেমির কোচ নাজমুল হাসনাইন মিলন, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের কোচ মোঃ বাপ্পী ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,সাজু সহ অভিভাবকবৃন্দ। সমগ্র উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। উল্লেখ্য তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করছে।
Comments are Closed