মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

খুলনার দাকোপের খুটাখালি গেট সংলগ্ন পানিউন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্হাপণা তৈরী করার অপচেষ্ট

খুলনার দাকোপের খুটাখালি গেট সংলগ্ন পানিউন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্হাপণা তৈরী করার অপচেষ্ট
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের পানিউন্নয়ন বোর্ডের ৩৩ নম্বর পোল্ডারের লাউডোব ডিএস ১০ খুটাখালী নতুন বাজার পানিউন্নয়ন বোর্ডের গেট সংলগ্ন জায়গায় আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ স্হাপনা তৈরি করছিলো খুটাখালি গ্রামের মৃত রাজবল্লব সরদারের পুত্র বাবুরাম সরদার তার সদলবলে
বিষয় জানতে পেরে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য তাপস হালদার স্হানীয় জনসাধারন কে নিয়ে ঘটনাস্হলে গিয়ে কাজ বন্দ করতে বললে গোল যোগের সৃষ্টি করে বাবুরাম সরদার আংশিক নির্মিত অবকাঠামো ভাঙ্গতে রাজি হয়না পরবত্তিতে লাউডোব -বানিশন্তার তহশীলদার জাকির হোসেন ঘটনাস্হলে এসে ইউপি সদস্য তাপস হালদার সহ স্হানীয় জনসাধারন নিয়ে অবকাঠামো টি ভেঙ্গে দেয়। জাকির হোসেন বলেন ঊপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশে সরকারি জায়গায় অর্বেধ্য স্হাপনা নির্মান করা কালিন অপসারন করা হয়েছে।ভুমি দস্যুদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। বাবু সরদার ঐ জায়গা তার জায়গা বলে দাবী করে।
খুলনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে গড়ে উঠেছে ইটভাটা, বহুতল ভবন, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, দলীয় কার্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়ি।
যুগের পর যুগ ধরে দখল করায় উচ্ছেদ কার্যক্রমও চালাতে হিমশিম খাচ্ছে পাউবো কর্তৃপক্ষ।
খুলনায় এমন ২ হাজার ১৫৭ জন দখলদারের তালিকা করেছে পাউবো। পর্যায়ক্রমে এদের উচ্ছেদ করা হবে দাবি বলে করেছে সরকারি এ সংস্থাটি। ২ হাজার ১৫৭ জনের নাম রয়েছে। যাদের বড় দখলদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর বাইরেও দখলদার রয়েছে। যাদের আলাদা তালিকা প্রস্তুত করা হচ্ছে



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: