শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

প্রতিনিধি

দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ০৮ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হল বাইসাইকেল

 চুয়াডাঙ্গা প্রতিনিধ ইমরান হোসেন: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা প্রশাসনের নির্দেশনায় হাউলি ইউনিয়ন পরিষদে আয়োজন করে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় এর ৮ জন গরিব মেধাবী শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া সুবিধার জন্য দেওয়া হয় বাইসাইকেল। ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণের মধ্য দিয়ে নারী শিক্ষার প্রসার ঘটানোহল মূল লক্ষ্য। সাইকেল বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ও লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।সাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক বাসুদেব হালদার, অফিস সহায়ক আনোয়ার হোসেন ।সর্বমোট ০৮ জন ছাত্রীকে দেওয়া হয়েছে বাইসাইকেল। সপ্তম শ্রেণীর চারজন, সানজিদা আক্তার শিলি(০১) মিম আক্তার লামিয়া(০২) পান্না(০৩) লিজা(০৫)। অষ্টম শ্রেণীর তিনজন আয়েশা সিদ্দিকা(০১) রুমানা(০২) উনজিলা খাতুন(০৫)। নবম শ্রেণীর একজন নুপুর খাতুন(০১) । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: