শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হাজার মোমবাতির প্রদীপ প্রজ্জ্বলন

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হাজার মোমবাতির প্রদীপ প্রজ্জ্বলন

সেলিম খান কলারোয়া উপজেলা প্রতিনিধি ঃ

সাতক্ষীরা কলারোয়া উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হলো।
১৪ ই ডিসেম্বর বুধবার সন্ধ্যা সারে ৬ উপজেলা শহীদ মিনারে হাজার মোমবাতির প্রদীপ প্রজ্জ্বলন করেন কলারোয়া উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস, কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন, প্রধান শিক্ষক সাংবাদিক কামরুজ্জামান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ-সাংগঠনিক সেলিম খান, সহ-সভাপতি আলম, বাংলাদেশ সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার পূর্বক্ষণে পাকিস্তানী হানাদার বাহিনীদের হত্যার শিকার বুদ্ধিজীবীরা। নতুন জন্ম নিয়ে একটি রাষ্ট্রের মেধাশূন্য করতেই এই নির্মাণ হত্যাযোগ্য চালায় পাক হানাদার বাহিনী এবং তার দোসর আলবদর আল সামেরা।
সেই দিনকে ধরে রাখতে প্রতিবছর ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেন সরকারি এবং বেসরকারি অনুষ্ঠানগুলো।

উল্লেখ্য এই দিবস উপলক্ষে উপজেলায় সকালে পুষ্পর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: