বগুড়ায় নিখোঁজের একদিন পর প্রবাসীর মরদেহ মিললো আলুক্ষেতে!!
বগুড়ায় নিখোঁজের একদিন পর প্রবাসীর মরদেহ মিললো আলুক্ষেতে!!
মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা ১৩ ডিসেম্বর ২০২২খ্রিঃ নিখোঁজের একদিন পর বগুড়ার আদমদীঘি উপজেলায় জালাল উদ্দিন (৫৫)নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার অদূরে বাইপাস সড়কের নওগাঁ সীমানার গাবতলি নামক জায়গায় একটি আলু ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি আদমদীঘির দমদমা গ্রামের মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে। বুধবার বেলা ১১ টায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ মরহেদ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় হত্যা মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছে পুলিশ। আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের নিহত জালাল উদ্দিনের পাবিারিক সুুত্রে জানাযায়, জালাল উদ্দিন প্রায় ১৫ বছর মালোশিয়া প্রবাসে থেকে গত ৫ বছর আগে দেশে ফিরে ব্যবসা করে আসছিল। তিনি গত মঙ্গলবার ১৩ ডিসেম্বর বিকেলে বাইসাইকেল যোগে সান্তাহার রাধাকান্ত হাটে বাজার করার জন্য যান। বাজার করার পর সে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন বিভিণ্ন স্থানে খোঁজ নিয়ে ও মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করতে পারেনি। পরদিন বুধবার সকালে আদমদীঘি উপজেলার অদূরে বাইপাস সড়কের নওগাঁ সীমানার গাবতলি নামক স্থানে একটি আলু ক্ষেতে জালাল উদ্দিনের রক্ত মাখা মরদেহ পড়ে থাকতে দেখে জনতা। ঘটনাস্থলে তার হাটের সবজি ভরা ব্যাগ, মোবাইল ফোন ও বাইসাইকেল পড়ে ছিল। স্থানীয় জনতা তার মরদেহ চিনতে পেরে দমদমা গ্রামে তার বাড়িতে খবর দেন। নিহতের পরিবারের দাবি দুবৃত্তরা শক্রতামূলক তাকে হাট থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, মরদেহের মাথাসহ শরীরে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ধারনা তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রির্পোট পাওয়া গেলে বিস্তারতি জানা যাবে।
Comments are Closed