দামুড়হুদার জয়রামপুর স্টেশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
চুয়াডাঙ্গা প্রতিনিধ: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। যদিও নিজ প্রতিষ্ঠানে তাদের পরীক্ষা পরিচালিত হয়েছে। তারপরও তাদের মনের উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে বিদায় দিয়ে মাধ্যমিক স্তরে ত্বরান্বিত করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়রামপুর স্টেশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জামশেদ আলী ও অভিভাবক সদস্য রুবেল হোসেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে ছিলেন, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোমানা আফরোজ রিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র বিদ্যালয়ের অফিস সহায়ক বোরহান উদ্দিন।
Comments are Closed