শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আদমদীঘিতে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫!!

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা ১৫ ডিসেম্বর ২০২২খ্রিঃ বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার সকালে আদমদীঘির পূর্ব ঢাকারোড পশ্চিম সিংড়া নামক জায়গায় নওগাঁগামী শ্যামলী পরিবহন নামের একটি বাস তল্লাশি করে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার ব্রাক্ষনপড়া (বিপাড়া) উপজেলার বাগড়া গ্রামের কাজী মসলেম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৬০), ব্রাক্ষণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিহুন্দা গ্রামের শহিদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৪৫), একই জেলার কসবা উপজেলার গোপিনাথপুর (কোনাপাড়া) গ্রামের মিজান মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৩৫), একই গ্রামের মিলন মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৫০) ও রাজ্জাক ওরফে রেজেক মিয়ার বিধবা স্ত্রী মিলন ওরফে মিলি বেগম (৫২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার খ সার্কেলের পরিদর্শক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাস যোগে বিপুল মাদক নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড পশ্চিম সিংড়ায় অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এসময় শ্যামলী পরিবহন নামের ওই বাসে তল্লাশি করে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সেই সাথে কৌশলে পলিথিন ব্যাগে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আসামীদের আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, এই ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: