Imran Hosen চুয়াডাঙ্গার জয়রামপুরে রাতের আঁধারে কৃষকের ২৭ পিলি পান চুরি
চুয়াডাঙ্গা প্রতিনিধি: শনিবার দিন গত রাতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের পানচাসী সিদ্দিকের পানের বরজ থেকে রাতের আধারে ২৭ পিলি পান চুরি হয়েছে। ধারণা করা হয় শনিবার দিন গত রাত ৯ টা থেকে রাত ৩টা পর্যন্ত চোরেরা সঙ্ঘবদ্ধ ভাবে এ চুরি করে। চোরেরা পানের বরজে ঢুকে বেছে বেছে বড় পানগুলো চুরি করে। এ বিষয় পান চাষী সিদ্দিকের সঙ্গে কথা বললে জানা যায়, তিনি জয়রামপুর গ্রামের নাম করা হোটেল ব্যবসায়ী। তিনি আরও বলেন, শনিবার এবং মঙ্গলবার দুই দিন জয়রামপুর গ্রামের খেজুরের গুড়ের বাজার হয় এবং ওই বাজারে তিনি খাবার হোটেল চালান। হোটেলের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় পরিবারের কোনো সদস্যই পান বরজে যেতে পারেনি। এই সুযোগেই চোরেরা সঙ্ঘবদ্ধ ভাবে পান চুরি করে। পান চাষী সিদ্দিক এর কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ জিজ্ঞাসা করলে, তিনি বলেন, আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকার পান চুরি হয়েছে। কৃষকের তিল তিল করে ফোলানো ফসল যখন দুর্বৃত্ত বা সমাজের কুলষিত ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তখন কৃষক হতাশ হয়ে পড়ে। এ বিষয়ে সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন, দিনে দিনে জয়রামপুরের মাঠগুলো হয়ে উঠেছে দেশীয় মাদক খেজুরের রস থেকে তৈরি তাড়ির ভাটিখানা। তারা প্রশাসনের নিকট সাহায্য চেয়ে আরো বলেন যত দ্রুত সম্ভব এই সমস্ত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজ ধ্বংসের মুখে চলে যাবে ও কৃষকের ফসল চুরি হতেই থাকবে।
Comments are Closed