শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রতিনিধি

Shahin Sardar এ্যাডঃ কিনু লাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালারোয়া ফুটবল একাডেমী

এ্যাডঃ কিনু লাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালারোয়া ফুটবল একাডেমী

মোঃ শাহিনুর রহমান শাহিন,স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের ফুটবল মাঠে শনিবার বিকল ৩টায় ১৬ দলীয় এ্যাডঃ কিনু লাল গাইন স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাঈদ আলীর নেতৃত্বে কলারোয়া ফুটবল একাডেমীর প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে জহিরের নেতৃত্বে ভাদড়া বাউকোলা স্পোটিং ক্লাব। উত্তেজনা পূর্ণ খেলায় নির্ধারিত ৮০ মিনিটে কোন দলই কাংখিত গোল নামক সোনার হরিণের দেখা না পাওয়ায় রেফারির সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে কলারোয়া ফুটবল একাডেমী ৭ টি শট মধ্যে ৫ টি গোল করতে সক্ষম হয় বিপরীত দিকে ভাদড়া বাউকোলা স্পোটিং ক্লাব ৭ টি শট নিয়ে ৪ টি গোল করতে সক্ষম হয়। ফলে কলারোয়া ফুটবল একাডেমী ট্রাইব্রেকারে ৫/৪ গোলের ব্যাবধাণে জয় লাভ করে এ্যাডঃ কিনু লাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জমজমাট পূর্ণ ১ম সেমিফাইনাল খেলায় অতিথিও বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী সেরা খেলোয়াড় নির্বাচিত হন কলারোয়া ফুটবল একাডেমী দলের খেলোয়াড় রায়হান। ১ম সেমিফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন – সিনিয়র সহকারী জজ জনাব ফাইজুর রহমান (পিরোজপুর)। বীর মুক্তিযোদ্ধা – জনাব আবুল মাজেদ। কলারোয়া উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক – জনাব জাহিদুর রহমান খান চৌধুরী। ৫ নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক – জনাব মারুফ হোসেন। ইউপি সদস্য – জনাব মুনছুর আলী বিশ্বাস। ইউপি সদস্য – জনাব ইয়ার আলী। সাবেক ইউপি – জনাব সদস্য মহিদুল ইসলাম। ব্যাংক কর্মকর্তা – জনাব কামরুজ্জামান। খেলায় ধারাবিবরণী করেন – মোঃ তৌহিদুজ্জামান। আগামী ২৫ শে ডিসেম্বর ২২ রবিবার বিকাল ৩ টায় এ্যাডঃ কিনু লাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে চন্দনপুর ফুটবল একাডেমী ও কেড়াগাছি ফুটবল একাদশ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: