মঙ্গলবার, মে ৩০, ২০২৩

টিটিসি চুয়াডাঙ্গা’র আয়োজনে বিএমইটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে, ব্রাককে হারিয়ে পুলিশ সুপার দলের জয়।

টিটিসি চুয়াডাঙ্গা’র আয়োজনে বিএমইটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে,
ব্রাককে হারিয়ে পুলিশ সুপার দলের জয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি-
গত বুধবার সন্ধা ৭ ঘটিকার সময় চুয়াডাঙ্গার স্থানীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের টেনিস গ্রাউন্ডে তিন দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চুয়াডাঙ্গার আয়োজনে বিএমইটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা/২৩, গত ১৩ ফেব্রুয়ারি/২৩ তারিখে, শুভ উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি অফিসার শামিম ভুইয়া।

সর্বমোট আটটি দল খেলায় অংশগ্রহণ করে সর্বশেষে দুটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন, পুলিশ সুপার দল চুয়াডাঙ্গা বনাম ব্রাক দল চুয়াডাঙ্গা, দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-০ সেটে ব্রাক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেলা পুলিশ সুপার দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন পুলিশ সুপার দল চুয়াডাঙ্গা ১০ হাজার টাকা ও রানার্সআপ ব্রাক দল চুয়াডাঙ্গাকে ৫ হাজার টাকার নগদ অর্থ পুরষ্কার প্রদান করে উভয় খেলোয়াড়দের উজ্জীবিত করা হয়।

খেলা উপভোগ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ
মুছাব্বেরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা, মোঃ কবীর হোসেন।

বিজয়ী দলের পক্ষে প্রধান অতিথির হাত থেকে বিজয়ী ট্রফি গ্রহণ করেন ইন্সপেক্টর জি আর হাসান, খেলার ঘোষিত চাম্পিয়ন পুরস্কার ১০ হাজার টাকার প্রাইজমানি গ্রহণ করেন পুলিশ সুপার দলের বিজয়ী খেলোয়াড় এএসআই আশরাফুজ্জামান ও এএসআই কালাম।
রানারআপ ট্রপি গ্রহণ করেন ব্রাকের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক মানিক ম্যাঙিমিলিয়ান রুগা, এবং রানার আপ পুরুষ ৫ হাজার টাকার প্রাইজমানি গ্রহণ করেন দলের ৩ খেলোয়াড় রইস মিয়া বিশ্বজিৎ ও মেহেদী মাসুদ। খেলা পরিচালনা করেন মেহেদি ইসলাম রাসেল, পরিচালনা সহকারি ছিলেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কম্পিউটার ইনস্ট্রাক্টর জাহাঙ্গীর আলম, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর আল আমিন, মেকানিকাল ইন্সট্রাক্টর আব্দুস সালাম এবং সহকারী ইন্সট্রাক্টর ড্রাইভিং আব্দুল আল সোয়েব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর আনোয়ার কবির।
এ সময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল কর্মকর্তা ও টুর্ণামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: