কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে খোকসা পৌরসভার ১নং ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- খোকসা উপজেলার হিজলাবট গ্রামের আব্দুল মতিনের ছেলে আসিফ এবং ঢাকার আশুলিয়ার সাধুপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সোবহান।
জানা যায়, দুপুরে খোকসা পৌরসভার ১নং ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামতে বলে পুলিশ। একপর্যায়ে একজন মোটরসাইকেল আরোহী দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ বাকি দুই মোটরসাইকেল আরোহী আসিফ ও সোবহানকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments are Closed