জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠনের ঢাকাস্থ্য কমিটি রমনা পার্কে মিটিং
জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠনের ঢাকাস্থ্য কমিটি রমনা পার্কে মিটিং
Imran Hosen: জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠনের ঢাকাস্থ্য কমিটি করার লক্ষ্যে আজকে রমনা পার্কে মিটিং
করা হলো। উক্ত মিটিংয়ে এলাকার বিভিন্ন গণমান্য বড় ভাইয়েরা ছিলেন। গাতিরপাড়ার সাইফুল ভাই,ও আশরাফুল আলম মিন্টু ভাই,, নতুন পাড়ার আলমগীর হুসাইন অলক ভাই ও ফকির মামার ভাতিজা জুয়েল, কলোনি পাড়ার মাসুদ ভাই, এবং আমাদের সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সাজাহান,রকি,রুনু,আব্দুস সালাম (হেদু ভাই) নওদা পাড়ার সাদেক হোসেন, চিলে পাড়ার জহিরুল, মহিদুল ও আমি মনিরুল ইসলাম মিলন। আজকের মিটিংয়ে বড় ভাইদের কাছে সুন্দর সুন্দর পরামর্শ পেয়ে। নিজেকে খুব ধন্য মনে করছি। এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতেও অনুপ্রেরণা পেয়েছি । আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো আগামীতে জয়রামপুরের যারা ঢাকায় থাকেন, আমরা ৫০- ১০০ জনকে নিয়ে যেন মিটিং করতে পারি। সবাইকে মানব কল্যাণের ছায়াতলে এগিয়ে আসার আহ্বান করছি। ইনশাআল্লাহ একদিন আমরা জয়রামপুর কে মডেল জয়রামপুরে পরিণত করব

Comments are Closed