হারবাল সহ দুই দোকানে জরিমানা
হারবাল সহ দুই দোকানে জরিমানা
চুয়াডাঙ্গার জয়রামপুরে ঔষধ প্রশাসনের অভিযান শেখ হারবাল সহ দুই দোকানে জরিমানা
চুয়াডাঙ্গা অফিস: গত রবিবার বিকালে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা ও জয়রামপুর স্টেশন বাজারে দীর্ঘ সময় ধরে চলে ঔষধ প্রশাসনের অভিযান। এই অভিযান চলাকালে জয়রামপুর কাঁঠালতলা বাজারে শেখ মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ ঔষধের জন্য তিন হাজার টাকা জরিমানা করা হয়। শেখ মেডিকেলের মালিক ইমতিয়াজ হোসেনের বড় ভাই ডাক্তার ইমরানকে চিকিৎসা দেওয়ার কোন অনুমতি না থাকা সত্ত্বেও চিকিৎসা দেওয়ার কারণে ৫০০০ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা শেখ মেডিকেলে জানতে চাইলে তারা সাংবাদিকদের কোন তথ্য দিয়ে সহযোগিতা করে না। এছাড়া জয়রামপুর রেলস্টেশন বাজারে ফিরোজ মেডিকেলে মেয়াদোত্তীর্ণ ঔষধ এর জন্য ১৫০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলার সহকারি ওষধ প্রশাসন কে, এম, মুহনীনিন মাহবুব। এ অভিযানে সহকারী হিসেবে অভিযান পরিচালনা করেন দামুড়হুদা সহকারী ভূমি অফিসার সজল কুমার দাস। এই বিষয় চুয়াডাঙ্গা সহকারি ঔষধ প্রশাসনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদার একটি হচ্ছে চিকিৎসা। এই দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিরলস কাজ করে চলেছে । আপনারাও সচেতন হন! পরবর্তীতে তারা যেন এরকম ভুল চিকিৎসা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ না বিক্রি করে সেই দিকে লক্ষ্য রাখবেন।
Comments are Closed