শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চুয়াডাঙ্গা জয়রামপুর স্টেশনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন

চুয়াডাঙ্গা জয়রামপুর স্টেশনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন

চুয়াডাঙ্গা জয়রামপুর স্টেশনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন

চুয়াডাঙ্গা প্রতিনি: চুয়াডাঙ্গা জেলার প্রতিষ্ঠানগুলো প্রভাত ফেরী থেকেই আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শুরু করে।
জয়রামপুর স্টেশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সারিবদ্ধ ভাবে ফুল নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যায় শহীদ মিনারে। এ সময় উপস্থিত ছিলেন হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন। জয়রামপুর স্টেশনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান খান। সহ-সভাপতি জামশেদ আলী। অভিভাবক সদস্য ও হাউলি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন। হাউলি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রায়হানুল ইসলাম রায়হান।

এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের জন্য ভাষা শহীদ দিবসের চিত্র অংকন, ভাষা শহীদদের সহজ কিছু প্রশ্ন নিয়ে কুইজ প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃতি এর আয়োজন করা হয়েছে। এবং এদের ভেতর নির্বাচিত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ও সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমানা আফরোজ রিয়া। সার্বিক সহযোগিতায় সকল শিক্ষকবৃন্দ ও অফিস সহকারী বোরহান উদ্দিন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: