বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

দামুড়হুদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দামুড়হুদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দামুড়হুদা অফিস : দামুড়হুদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে প্রভাতফেরী বের করা হয়। প্রভাতফেরী শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা; হেলেনা আক্তার নিপা,
উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তাছলিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন,
একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম,
দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনার ফাঁকে ফাঁকে উপজেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ আসমত আলী বিশ্বাস ও আক্কাস আলীর নেতৃত্বে সংগীত পরিবেশন করা হয়। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশিদ। এছাড়া বাদ আছর উপজেলা জামে মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: