চুয়াডাঙ্গায় ২নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ এর নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
চুয়াডাঙ্গায় ২নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ এর নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ-
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে,
আওয়ামী লীগ থাকবে সবখানে ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জাতীয় সংসদের চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন’র নির্দেশক্রমে পৌর কমিটির নেতৃবৃন্দকে ওয়ার্ড পর্যায়ে উদ্দীপ্ত করার লক্ষ্যে
চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডে চলছে ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা। তারই ধারাবাহিকতায় বুধবার বিকাল ৩ টার সময় স্থানীয় স্কুল পাড়ার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ২নং ওয়ার্ড আওয়ামী লীগ এর নির্বাহী কমিটির পরিচিতি সভা।
পরিচিতি সভায় ২নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস,নির্বাহী সদস্য এডভোকেট বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা যুবলীগের অন্যতম সদস্য সিরাজুল ইসলাম আসমান, এছাড়াও ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরিচিতি সভাটি সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ।
Comments are Closed