মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩

খেলাধুলার মাধ্যমে দেশের মাথা উঁচু করা সম্ভব... এম পি, ছেলুন জোয়ার্দ্দার।

খেলাধুলার মাধ্যমে দেশের মাথা উঁচু করা সম্ভব… এম পি, ছেলুন জোয়ার্দ্দার।

Imran

চুয়াডাঙ্গা প্রতিনিধি –
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বক্তব্য প্রদানকালে চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, বলেন যে, “খেলাধুলার মাধ্যমে একটি দেশের মাথা উঁচু করে রাখা সম্ভব, সেই সাথে দেশের সার্বিক উন্নয়নেও জোরালো ভূমিকা রাখা যাই, তাই খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, সেটি বিশ্বের দরবারে এক অন্যান্য নজির স্থাপন করেছেন। আমি নিজে একজন ক্রীড়াবিদ ও সংস্কৃতিপ্রেমী মানুষ এসবের উন্নয়নে আমি আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো, আপনাদের যেকোনো প্রয়োজনে আমি আপনাদের সাথে আছি”।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মোহাম্মদ আমিনুল ইসলাম খান’র সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব), ইয়াসির আরাফাত,জেলা শিক্ষা অফিসার, আতাউর রহমান, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: