দামুড়হুদা ডুগডুগি বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা আহত ১
দামুড়হুদা ডুগডুগি বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা আহত ১
দামুড়হুদা ডুগডুগি বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা আহত ১
ইমরান হোসেন: দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে বালু ভর্তি ট্রাকের পিছনে গভীর রাতে প্রাইভেটকারের ধাক্কায় আহত হয়েছেন একজন। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ভালো ভর্তি ট্রাকের পেছনে এসে সরাসরি প্রাইভেট কারে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন দামুড়হুদা উপজেলা দর্শনা পুরাতন বাজার পাড়ার মৃত ইমরান খানের ছেলে রানা খান (৩৯)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানার যাই দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি বাজার পশু হাটের সামনে পাকা রাস্তার উপর একটি বালু ভর্তি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে সিগন্যাল জ্বালিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিল। গত শনিবার আনুমানিক রাত তিনটার দিকে দামুড়হুদা থেকে আশা প্রাইভেট কারটি দর্শনের দিকে যাচ্ছিল। এমতাবস্থায় ডুগডুগি বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকের পিছনে প্রাইভেট কাটি সদরে ধাক্কা মারে এবং সাথে সাথে প্রাইভেটকারটি দুমড়ে মুছে যায়। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত, শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও ডুগডুগী বাজারের নাইটগার্ড স্থানীয় লোকজন আহত প্রাইভেট কারের ড্রাইভার রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তি এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বালু ভর্তি ট্রাক এবং প্রাইভেট কারটি দামুড়হুদা মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, প্রাইভেটকারটি পিছন থেকে এসে বালুভর্তি মেইন রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে এসে ধাক্কা মারে। রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে। এখনো পর্যন্ত কারো নামে কোন অভিযোগ কেউ দায়ের করেনি।
Comments are Closed