বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কৃষিজমি থেকে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন জব্দ

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কৃষিজমি থেকে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন জব্দ

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  কৃষিজমি থেকে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।।
সাতক্ষীরার কালিগঞ্জের ফতেপুর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ মে) বেলা ২ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের তালতলা বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী জানান, একটি চক্র দীর্ঘদিন যাবত প্রশাসনকে ফাঁকি দিয়ে ড্রেজার মেশিনের সাহায্যে তালতলা বিলের কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন
করছিল। বুধবার দুপুরের দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযানের বিষয়টি জানতে পেরে তারা ড্রেজার মেশিন ও উত্তোলনকৃত বালু ফেলে পালিয়ে যায় মালিক পক্ষ।
এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। রুহুল কুদ্দুস,
১০,০৫,২৩
ছবি(৪)ঃ সাতক্ষীরার কালিগঞ্জের ফতেপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের
অভিযানে ড্রেজার মেশিন জব্দ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: