মঙ্গলবার, মে ৩০, ২০২৩

সাতক্ষীরায় হিমসাগর আম পাড়া শুরু

সাতক্ষীরায় হিমসাগর আম পাড়া শুরু

সাতক্ষীরায় হিমসাগর আম পাড়া শুরু

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় আজ বুধবার সকাল থেকে হিমসাগর আম গাছ থেকে পাড়া শুরু হয়েছে। কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ৫০ বিঘা জমিতে দুই হাজারের অধিক হিমসাগর আমগাছের বাগানে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে বিষমুক্ত নিরাপদ আম আহরণের উদ্বোধন করেন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার খ্যাতি ধরে রাখার জন্য এবারও বিষমুক্ত নিরাপদ আম বাজারজাতকরণ করা হচ্ছে। সম্পূর্ন পুষ্ট, মিষ্টি এই আমের কদর রয়েছে সারা বিশ্বে। আমরা এই সুনাম ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রসঙ্গত, সাতক্ষীরার সুস্বাদু আম হিমসাগর বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছে । ২০১৫ সালে সাতক্ষীরাকে ম্যাংগো ক্যাপিটাল হিসাবে ঘোষনা দিয়ে শুরু হয় এই আম রফতানি।
মুহা: জিললুর রহমান
সাতক্ষীরা
১০,০৫,২৩
ছবি(১)ঃ সাতক্ষীরার কালিগঞ্জে হিমসাগর আমগাছের বাগানে এক
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে
বিষমুক্ত নিরাপদ আম আহরণের উদ্বোধন করেন।
ছবি(২)ঃ সাতক্ষীরায় হিমসাগর আম আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত অতিথিবৃন্দ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: