গাজীপুর সিটিকে দুর্নীতিমুক্ত সিটি হিসেবে গড়ে তুলবো : আজমত উল্লা খান
গাজীপুর সিটিকে দুর্নীতিমুক্ত সিটি হিসেবে গড়ে তুলবো : আজমত উল্লা খান

আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খান বলেছেন, আগামী ২৫ মে’র নির্বাচন গাজীপুর সিটি করপোরেশনকে সম্পূর্ণভাবে দূর্নীতি মুক্ত করে গড়ে তোলার নির্বাচন। আমি এ নির্বাচনে নির্বাচিত হলে গাজীপুর সিটিকে সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলবো, ইনশাল্লাহ।
তিনি সোমবার গাজীপুর মহানগরীর গাছা এলাকায় গণসংযোগকালে নাগরিকদের এ প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামররুল আহসান সরকার রাসেলসহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন।
গনসংযোগকালে আজমত বলেন, ইতোপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের রাস্তা-ঘাট উন্নয়নের জন্য এই এলাকার মানুষের সেবাগুলোকে ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য সাড়ে ৭হাজার কোটি টাকা দিয়েছিলেন। এই টাকাগুলো যাদি সৎ হয়ে নিষ্ঠাবান হয়ে পরিকল্পিতভাবে ব্যয় করা যেতো তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান এতদিন হয়ে যেতো। টাকা দিয়েছে সরকার, কিন্তু কাজ হয়নি। দূর্নীতি এমন পর্যায়ে হয়েছে যে বিশ^ইজতেমার মাঠ পর্যন্ত দূর্নীতি থেকে রক্ষা পায়নি।
এটা আমাদের জন্য লজ্জার। নির্বাচিত মেয়র হয়েও তার দূর্নীতি সংবাদপত্রে/ মিডিয়ায় প্রচার হয়েছে। আদালতে তার দূর্নীতি নিয়ে রীট পিটিশন হয়েছে, দুদকও তদন্ত করছে। যেখাানে দুর্নীতি হয় সেখানে কোনদিন উন্নতি হয়না। আল্লাহ যদি সহায় থাকে তাহলে গাজীপুর সিটি করপোরেশনকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ।
আজমত আরো বলেন, আপনারা প্রশ্ন করতে পারেন সবাইতো নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু আপনি কিভাবে এ কাজটি করবেন? তিনি উদাহরণ টেনে তিনি বলেন আমি পর পর তিনবার নির্বাচিত হয়ে টঙ্গী পৌরসভা ১৮ বছর দায়িত্ব পালন করেছি। দুইবারই আমার দল রাষ্ট্রায় ক্ষমতায় ছিল না। ওই ১৮ বছরে আমার বিরুদ্ধেশত চেষ্টা করেও ১৮ টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। উপরন্তু তখন আমি বিরোধী দলে থাকা সত্বেও টঙ্গী পৌরসভা শ্রেষ্ঠ, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ পৌরসভা হিসেবে সরকার চারবার স্বীকৃতি দিয়েছিল।
বিভিন্ন উন্নয়ন সংস্থা আমাদের তাদের নিজেদের টাকা খরচ করে বিশে^র ২৮টি দেশে ৪২টি আন্তর্জাতিক সম্মেলনে আমাকে যোগদানের সুযোগ করে দিয়েছিল। নগর পরিচালনার অভিজ্ঞতা অর্জনের জন্য তারা আমাকে বিদেশে প্রশিক্ষনের সুযোগ করে দিয়েছিল। আমি আপনাদের সমর্থন চাই, আমি আপনাদের সহযোগিতা চাই। আমার ১৮ বছরের অভিজ্ঞতা এবং বিদেশ থেকে অর্জন করা অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে গাজীপুর সিটিকে উন্নত মানের সিটিতে পরিনত করতে চাই।
বিগত মেয়রের সময়ে অবকাঠামো নির্মাণে এলাকাবাসীকে ক্ষতিপুলনের জন্য যে টাকা দিয়েছিল তা তিনি দেন নি। আমি মেয়র নির্বাচিত হলে ওইসব ক্ষতিপূরণের টাকা পাই পাই হিসেব করে পরিশোধ করবো।
Comments are Closed