কলারোয়া কাকডাঙ্গা সীমান্তে গাঁজা, ফেনসিডিল, মোটরসাইকেল সহ ২ আসামী আটক।
মেহেদী সোহাগ :
কলারোয়া কাকডাঙ্গা সীমান্তে চোরাচালান 0 ট্রলারেন্সের লক্ষে অভিযান পরিচালনা করে ১ বোতল ফেনসিডিল ও ৬৫০ গ্রাম গাঁজা এবং ১ টা ইয়ামাহ RX 100 CC মোটরসাইকেল সহ ২ জন আসামী আটক করেছে কাকডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা।
শনিবার বিকাল আনুমানিক তিনটার সময় কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের দ্বায়িত্বরত কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদে কলারোয়া কেড়াগাছী ইউনিয়নের সীমান্ত মেইন পিলার ১৩/৩ এর ৬ আরবি হইতে অনুমান ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাকডাঙ্গা গ্রামস্থ মসজিদ সংলগ্ন পাকারাস্তায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আসামী ও মোটরসাইকেল আটক করেন।
আটককৃত আসামীরা হলো উত্তর সোনাবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে হাসানুজ্জামান (২৭) ও বড়ালী গ্রামের ইসমাঈল বিশ্বাসের ছেলে জুবায়ের হোসেন (২৫)।
মাদকদ্রব্য সহ আটককৃত আসামীদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্ততি চলছে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।
Comments are Closed