মঙ্গলবার, মে ৩০, ২০২৩

কলারোয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কলারোয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \

সাতক্ষীরায় কলারোয়ায় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকাল ৪ টার দিকে খাদ্য গুদাম চত্বরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকতার্ জাহিদুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকতার্ ইউনুস আলী, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান প্রমুখ। আলোচনা শেষে ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেরা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিশেষ অতিথিসহ খাদ্য গুদাম কর্মকতার্ মমতাজ পারভীন, সাংবাদিক কে এম আনিছুর রহমান, জাকির হোসেন, উপজেলা আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, কাউন্সিলর রফিকুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান, মিল মালিক সাইদুর রহমান, আবুল কাসেম, আ’লীগ নেতা সাহেব আলীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষী, মিলার ও সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তি বর্গ। এদিকে সরকারের খাদ্য পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক চলতি বোরো মৌসুমে কলারোয়া সরকারি খাদ্য গুদামে ১১৫৩ মেট্রিক টন চাল ও ৯৮৫ মেট্রিক টন ধান চলতি মে মাস থেকে ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হবে। এ বছর প্রতি কেজি চালের মূল্য ৪৪ টাকা এবং প্রতিকেজি ধানের মূল্য ৩০ টাকা নির্ধারণ করেছেন সরকার।
খাদ্য গুদাম কর্মকর্তা মমতাজ পারভীন জানান, এবারই এই উপজেলায় ডিজিটাল সেবা পেঁৗছে দিতে কৃষি আ্যাপসের মাধ্যমে প্রতিটি কৃষক কোন প্রকার ঝামেলা ছাড়াই ঘরে বসে কৃষি আ্যপসের মাধ্যমে সরাসরি সরকারী নিয়ম মেনে খাদ্য গুদামে ধান দিতে পারবেন। তিনি আ্যপসের মাধ্যমে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: