এই আমার দেশ এর প্রতিনিধি ইমরান এর ৩৪ তম রক্তদান

চুয়াডাঙ্গা অফিস: রক্ত দিন জীবন বাঁচান আপনার এক ফোটা রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ। এই স্লোগান কে সামনে রেখে নিজের লাল ভালোবাসা দিয়ে অসহায় রোগীর পাশে দাঁড়ান দৈনিক এই আমার দেশ চুয়াডাঙ্গা এর সার্কুলেশন ম্যানেজার ইমরান হোসেন। এছাড়াও ইমরান হোসেনের সঙ্গে কথা বলে জানা যায় তিনি কয়েকটি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সঙ্গে কাজ করে আসছে এর মধ্যে রয়েছে রক্তিম সূর্য স্বেচ্ছায় রক্তদান সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেন। নিজের রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে যে অনুভূতি কাজ করে তা আর অন্য কোথাও পাওয়া যায় না। তাই ৩৪ বারের মতো নিজের শরীরের রক্ত দিয়ে অসহায় রোগের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম । ভবিষ্যতে এভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই আপনারা এগিয়ে আসুন অসহায় মানুষের পাশে দাঁড়ান স্বস্থির নিঃশ্বাস সংগ্রহ করুন।
রক্তদানের সময় উপস্থিত ছিলেন মাওলানা হামজালা হুজুর উক্ত মদিনাতুল উমুল মাদরাসা । এ বিষয়ে তিনি বলেন আমরা সব সময় চেষ্টা করি অসহায় রোগীর পাশে দাঁড়ানোর জন্য। আসুন আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান সমাজকে বদলে দিন।
সর্বমোট পাঠিত : ৭৭
Like this:
Like Loading...
Related
Comments are Closed