চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারের ড্রেন যেনো মৃত্যু- ফাদ
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারের ড্রেন যেনো মৃত্যু- ফাদ
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারের ড্রেন যেনো মৃত্যু- ফাদ
ইমরান হোসেন: চুয়াডাঙ্গা সদর ডিঙ্গেদহ-নীলমণিগঞ্জ রাস্তা পাশে ড্রেন যেনো মৃত্যুর ফাদ। ডিঙ্গেদহ বাজারের মাছের আড়ৎ এর পানি সহ বাজারের সকল পানি এই ড্রেন দিয়ে নবগঙ্গা নদীতে বয়ে যায়। ডিঙ্গেদহ বাজার একটি ব্যাস্ততম বাজার। সারাক্ষণ যানচলাচল সহ পথচারীদের চলাচলের মুখরিত হয় প্রতিমুহুর্ত।
একটু বৃষ্টি হলেই পিচঢালা রাস্তা সহ আশেপাশে বাড়ির উঠানে জমে যায় পানি। জলাবদ্ধতার কারণে যানচলাচল ও পায়ে হেঁটে চলাও হয়ে ওঠে কষ্ট কর। এছাড়াও অনেক মানুষ পানি বন্দী হয়ে পড়ে । জনজীবনে এ দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের।
ড্রেনটি পুণরায় নিমান করতে অনুরোধ জানাচ্ছে সাধারণ ভূক্তভুগিরা। রাস্তার পাশ দিয়ে যে ড্রেনটি গেছে সেটি মৃতুর ফাদ হয়ে আছে। এই রাস্তা দিয়ে বড় গাড়ি গেলে ড্রেন ঢসে গাড়ি উল্টে যাই। এই অবস্থায় ড্রেনটি পুণ নিরমানের প্রোয়জন। এ বিষয়ে স্থানিয় প্রশাষণ এ কথা বলে জানা যায় তারা দ্রুত সমাদানের চেষ্টা করছে।
Comments are Closed