বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

 দামুড়হুদায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

 দামুড়হুদায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ১৮ জুন দিনব্যাপী উপলক্ষে দামুড়হুদা উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ জুন ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অব‌হিতকরণ সভায় উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, মনবদে‌হে ভিটামিন এ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী ১৮ জুন উপজেলার ১৬৯টি স্থানসহ প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। চলতি বছরে ৩১ হাজার ১১ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৩০১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল আর ছয় থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭১০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী ভূমি কমিশনার সজল কুমার, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা, দামুড়হুদা উপজেলা আ লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী এছাড়াও সাংবাদিক ও সুধীজন প্রমুখ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: