বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

যশোরের বেনাপোলে এক মাদক কারবারী আটক

যশোরের বেনাপোলে এক মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজা’সহ সম্রাট হোসেন ২৬ নামে এক মাদক কারবারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। রবিবার (২৫ জুন) রাত ১০ টা ৪৫ মিনিটের সময় তাকে আটক করা হয়।

আটক ব‍্যাক্তির পরিচয় হলো, বেনাপোল পোর্ট থানার গীতাপাড়া (উত্তর পাড়ার) মোঃ শহিদুল ইসলামের ছেলে।

ডিবির অফিস সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএস’আই মোঃ শফিউল ইসলাম, ও এএস’আই সৈয়দ শাহিন ফরহাদের সমন্বয়ে একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে মোঃ সম্রাট হোসেনকে ১ কেজি মাদকদ্রব্য (গাঁজা) সহ হাতেনাতে আটক করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যে (গাঁজার) আনুমানিক বাজার মূল্য ৬০,০০০ হাজার টাকা বলে জানান যশোর ডিবি অফিস।

এবিষয়ে যশোর গোয়েন্দা (শাখা) ডিবি পুলিশের এসআই মোঃ নুর ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি এজাহার দায়ের করেছেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: