বদলগাছীতে কবিরাজের অপচিকিৎসায় তফিজ নামে এক ব্যক্তির মৃত্যু।
বদলগাছীতে কবিরাজের অপচিকিৎসায় তফিজ নামে এক ব্যক্তির মৃত্যু।
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছি উপজেলা সদরের গোবরচাঁপাতে কবিরাজির নামে অপচিকিৎসা,অতঃপর রোগীর রহস্যজনক মৃত্যু।
জানা যায়, নওগাঁর বদলগাছি উপজেলা সদরের মথুরাপুর ইউপির গোবরচাঁপা ডিগ্রি কলেজ সংলগ্ন জগৎ নগর (জল কুঠরি) নামক স্থানে মৃতঃহোসেন কবিরাজের নাতি এনামুল কবীর ওরফে হেনা কবিরাজ পিতা মৃতঃ ইসমাইল গ্রামঃ জগৎ নগর (জল কুঠরি) ডাকঃ জাবারীপুরহাট বদলগাছি, নওগাঁ দীর্ঘ ২ বছর থেকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছেন।
সেই ধারাবাহিকতায় কবিরাজের অপচিকিৎসায় আজ শুক্রবার তফিজ (৪৫) নামের একজন ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। উক্ত মৃত ব্যক্তি বদল গাছী উপজেলার মথুরাপুর ইউপির মাছুদ ভিলা গুচ্ছ গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা যায়।
৭জুলাই শুক্রবার সরজমিন গিয়ে দেখা যায় মৃত তফিজকে তড়িঘড়ি দাফন করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। এমতাবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকা বাসি জানান, একই ইউপির কলকুটি গ্রামের কথিত কবিরাজ মৃত ইসমাইলের ছেলে মোঃ এনামুল কবির(হেনা), দীর্ঘ দিন থেকে এসব অপচিকিৎসার নামে রোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। সে একজন প্রভাবশালি ব্যক্তি হওয়ায় সাধারণ মানুষ ভয়ে কথা বলতে পারেনা। এই কথিত কবিরাজের চিকিৎসার জন্য দুটি টিনসেটের ঘর রয়েছে। যেখানে রুগীদের থাকা খাওয়া সহ ভৌতিক আসন বসিয়ে চিকিৎসা চলে। সেখানে কথিত ঔষধ সহ লাঠি ও বিভিন্ন উপকরণ রয়েছে। গ্রামের সহজ সরল মানুষের কাছে ভৌতিক অদৃশ্য বাবা সব রোগ ভালো করে দিবে বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
কবিরাজের স্ত্রী টাকার বিষয় স্বীকার করে বলেন, আসন বসিয়ে অদৃশ্য বাবা যে টাকা দাবি করে তাই রুগীর কাছে থেকে নেওয়া হয়।ঘটনা স্হলে গিয়ে কবিরাজকে পাওয়া না গেলে মুঠোফোন যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
মৃতের শশুর আমির সরদার জানান,আমার জামাই দীর্ঘ দিন থেকে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিল। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছি।ডাক্তারা না করে দিয়েছে। শেষ চিকিৎসা হিসেবে গত চার দিন যাবত ঐ কবিরাজের বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া হচ্ছিল কিন্তু আজ সকাল আনুমানিক ৭ টায় আমার জামাই মারা যায়।
এ বিষয়ে কবিরাজের খাদেম(শাগরেদ) দুলালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আগে সেখানে টাকার বিনিময়ে কাজ করতাম কিন্তু গত ২মাস থেকে আমি আর সেখানে আর কাজ করি না।
এবিষয়ে বদল গাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, আমি নিজে ঘটনা স্থলে গিয়েছিলাম। ঐ কবিরাজের বেশ কিছু কবিরাজি উপকরণ সহ লাশ থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল তদন্ত শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হবে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
Comments are Closed