বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

চুয়াডাঙ্গায় যুবলীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে দামুড়হুদায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় যুবলীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে দামুড়হুদায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় যুবলীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে দামুড়হুদায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লিমন খান: আগামী ১৮ জুলাই চুয়াডাঙ্গায় যুবলীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে দামুড়হুদায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে স্থানীয় ডাক বাংলো চত্ত্বরে দামুড়হুদা উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতি করার লক্ষ্যে আগামী ১৮ জুলাই বিকেলে চুয়াডাঙ্গা হাসান চত্বরে
তারুণ্যের জয়যাত্রা উপলক্ষে দামুড়হুদায়
যুবলীগের এ  প্রস্তুতি সভা করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোটর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য কার্পাসডাঙ্গার কৃতিসন্তান অ্যাড, শাহরিয়ার কবির। প্রধান সমন্বয়কারী ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আজাদুল ইসলাম, হাফিজুর রহমান হাপু, অ্যাড, তছলিম উদ্দীন ফিরোজ, আব্দুস সালাম ভূট্টু ও জেলা যুবলীগ নেতা দরুদ হোসেন।
দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা এসএম মহসিন আলী, হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপু, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম উদ্দিন খুশি, নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউছার আলী, হাউলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা জামিরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাসান মেম্বার, মতিয়ার রহমান মেম্বার, শাহীন উদ্দীন শান্তনু, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, জামাত আলী,  উপজেলা যুবলীগের দফতর সম্পাদক রকিবুল হাসান, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, শেখ হাফিজুর শামসের, বড় শাহীন, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক একরামুল হক, যুবলীগ নেতা আব্দুল মালেক ভূইয়া, জাকারিয়া লাল্টু,  নাহিদ, ডলার, স্বপন, ছাত্রলীগ নেতা পাপ্পুসহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শাহরিয়ার কবির বলেন, যারা যুবলীগ করেন তাদের সকল ভেদাভেদ ভূলে রাজপথে থাকতে হবে এবং যুবলীগের যে কোন কর্মসূচি সফল করতে হবে। সর্বপরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
প্রধান সমন্বয়কারী চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন,
আপনারা খেয়াল করলে দেখবেন, ডায়াবেটিস রোগীরা সকালে পদযাত্রা করেন। বিএনপির অবস্থাও হয়েছে সে রকম। ওরা রাজপথে শক্ত কোন আন্দোলন গড়ে তুলতে পারেনা। ওরা ডায়াবেটিস রোগীদের মত শুধুমাত্র পদযাত্রা করছে। তাদের সংগঠনের কোন আদর্শ না থাকায় তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি যুবলীগ নেতাদের উদ্দেশ্য আরও বলেন, আওয়ামী লীগের ভ্যানগার্ডই হচ্ছে যুবলীগ। রাজপথ থেকে শুরু করে জেল, জুলুম, নিপিড়ন নির্যাতন সব কিছুই আমাদের সহ্য করতে হয়। আমাদের জনপ্রিয়তা, লোকবল আত্মবিশ্বাস সবই আছে, নেই শুধু টাকা।


Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: