চুয়াডাঙ্গার দর্শনায় ৪০ লিটার কেরুর বাংলামদ সহ গ্রেফতার ১, পলাতক ৩ জন
চুয়াডাঙ্গার দর্শনায় ৪০ লিটার কেরুর বাংলামদ সহ গ্রেফতার ১, পলাতক ৩ জন
ইমরান হোসেন: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার রামনগরে কাঠের দোকানে অভিযান চালিয়ে ৪০ লিটার কেরু,র বাংলামদসহ একজনকে আটক করেছে দর্শনা থানা পুলিশ।জানাগেছে ১৫ই জুলাই শনিবার সন্ধা ৭ টার সময় দর্শনা রামনগরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ (চল্লিশ) লিটার বাংলামদসহ বাদল শেখ(৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । গ্রেপ্তারকৃত বাদল শেখ দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মৃত হায়াত আলী ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় দর্শনা পৌরসভার রামনগর মোড়ে একটি কাঠের দোকানে। এ সময় দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে এসআই ফাহিম হোসেন, এএসআই, আশিকুর রহমান ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দর্শনা থানাধীন রামনগর গ্রামস্থ রামনগর মোড়ের একটি কাঠের দোকানে।
এসময় দোকানের ভিতরে হতে অবৈধ মাদকদ্রব্য ৪০ (চল্লিশ) লিটার কেরুর বাংলা মদসহ একই গ্রামের (মাঝপাড়া) মৃত হায়াত আলীর ছেলে বাদল শেখকে গ্রেফতার করেন।
বাদল সাংবাদিকদের জানায় এই মদের প্রকৃত মালিক কেরুর শ্রমিক জুলফিকার, শাহিন ও সাদ্দাম । একমাস পূর্বে জুলফিকারকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের ভ্রাম্যমাণ আদালত ২০ লিটার বাংলা মদসহ আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলো। গ্রেপ্তারকৃত বাদলের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Comments are Closed