বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন অর্থমন্ত্রী

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন অর্থমন্ত্রী

জি-২০ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অংশগ্রহণে ভারতের গুজরাটের গান্ধীনগরে দুই দিনের সম্মেলন হবে আগামী ১৭ ও ১৮ জুলাই। এই সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্থমন্ত্রী আগামী ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠেয় সম্মেলনে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতে করণীয় বিষয়ের প্রতি আলোকপাত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটের সদস্য নয়। তবে সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: