বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩

দাগ লুকাতে তলপেটে ট্যাটু করিয়েছেন মিমি

দাগ লুকাতে তলপেটে ট্যাটু করিয়েছেন মিমি

নায়ক-নায়িকারা নিজেদের সৌন্দর্য্য বৃদ্ধিতে কত কি করিয়ে থাকেন! তার মধ্যে ট্যাটু বেশ জনপ্রিয়। নিজেদের শরীরের বিভিন্ন স্থানে পছন্দের ট্যাটু করাতে দেখা যায় তারকাদের।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও হেঁটেছেন সেই পথে। নিজের শরীরের বেশ কিছু স্থানে ট্যাটু করিয়েছেন তিনি।

নায়িকার ডান হাতের নাটরাজ ট্যাটু প্রায়সময়েই নজরে পড়ে ভক্তদের। কিন্তু এই নায়িকার তলপেটেও রয়েছে আরও একটি ট্যাটু। যেটি দেখতে ময়ূরের পালকের মতো।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ট্যাটুর রহস্য জানিয়েছেন অভিনেত্রী। যেটার সঙ্গে তার শৈশবের স্মৃতি জড়িত।

মিমি জানান, ছোটবেলার এক দাগ ঢাকতেই তলপেটে ট্যাটু করিয়েছেন তিনি। অ্যাপেনডিক্স অস্ত্রোপচার হয়েছিল অভিনেত্রীর। সেই দাগ আজও মিলিয়ে যায়নি। ক্রপ টপ পরলে তা হয়ে থাকে দৃশ্যমান। আর সেটা ঢাকতেই মিমির ওই ‘পালক’ ট্যাটু।

অভিনয়ের পাশাপাশি মিমি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের ব্যক্তিগত মুহূর্তগুলো তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। চলতি বছরেই আসছে মিমি-আবীর অভিনীত ‘রক্তবীজ’। এই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: