বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০৪ আসামী গ্রেফতার

পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০৪ আসামী গ্রেফতার

কলারোয়া প্রতিনিধি,সাতক্ষীরাঃ– কলারোয়া থানা পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০৪ জন আসামীকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।

কলারোয়া থানা সূত্রে জানা গেছে,রবিবার(২৩ জুলাই) গোপণ তথ্য পেয়ে অত্র থানা পুলিশের একটি চৌকষ দল কলারোয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজা সহ ০৪ ব্যাক্তিকে গ্রেফতার করে।

আসামীগণ যথাক্রমে- ১। রাকিবুল ইসলাম(২০), পিতা-রেজাউল ইসলাম, সাং-শিবানন্দকাটি এবং নিয়মিত মামলার আসামী ২। গোলাম রসুল(৩৩), পিতা-ফজর সরদার, ৩। ফজর সরদার(৫৫), পিতা-মৃত মইজদ্দিন, ৪। শাহাবুদ্দীন(৩৪), পিতা-মৃত জনাব আলী, সর্বসাং-দলুইপুর, সর্ব থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।

আসামীদের গ্রেফতারের বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে অত্র অভিযানটি পরিচালনা পূর্বক আসামীদেরকে ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেলা সদর বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: