দামুড়হুদায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
dav
ইমরান হোসেন : দামুড়হুদায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
sdr
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী তানভীর আহমেদ রুবেল, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, দামুড়হুদা থানা প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শেখ হাতেম আলী। অনুষ্ঠানের
শুরুতেই উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, আমরা কেউ কর্মকর্তা নয়, সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী। আগে সাধারণ জনগণ অফিসে ঢুকতে ভয় পেতো, এখন আর ভয় পাইনা। তিনি আরও বলেন, বর্তমানে প্রতিটি অফিসে সিটিজেন চার্টার টাঙানো আছে। কোন অফিসে কি কি সেবা পাওয়া যায় তা বিস্তারিত লেখা আছে। যারা অফিসে আসেন তারা যেন সিটিজেন চার্টারটা একটু পড়ে দেখেন। এতে সেবা পেতে সহজ হবে। সরকারি-বেসরকারি যে যে পর্যায়ে দায়িত্ব পালন করছি খেয়াল রাখতে হবে যেন সাধারণ জনগণ কোন হয়রানির শিকার না হয়। প্রাপ্য সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।
Comments are Closed